মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে গত শনিবার এলপিজির দাম দ্বিগুণের বেশি বাড়ানো হয়। এর প্রতিবাদে রোববার দেশটির তেলসমৃদ্ধ প্রদেশ মানজিস্তাউয়ে বিক্ষোভ শুরু হয়।
এই বিক্ষোভ দেশটির প্রধান শহর আলমাতিসহ অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক খবরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ২৬ জন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ১৮ জন সদস্য নিহতের কথা বলা হয়।
তবে রোববার স্থানীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে, সপ্তাহব্যাপী সহিংসতায় অন্তত ১৬০ জন নিহত হয়েছে।
স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, নিহতের সংখ্যা ১৬০। গ্রেফতার করা হয়েছে ৫ হাজারের বেশি। সহিংসতায় প্রায় ২০০ মিলিয়ন ডলারের সম্পদ ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলেছে, ব্যাংকসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করে টাকা ও সম্পদ লুট করা হয়েছে। চার শতাধিক গাড়ি ধ্বংস হয়েছে।
কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার গণমাধ্যম স্পুটনিকের খবরে বলা হয়েছে, দুই শিশুসহ মোট ১৬৪ জন নিহত হয়েছে।
এই খবরে বলা হয়েছে, কাজাখস্তানের মূল শহর আলমাতিতে ১০৩ জন নিহত হয়েছেন।
সূত্র:যুগান্তর