ইমরান হোসাইন, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে মাদক মামলায় আমিরুল ইসলাম ওরফে আমিনুর (৩৬) নামে এক নব-নির্বাচিত ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বিরামপুর পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমিরুল ইসলাম দিওড় ইউনিয়নের ৯নং ওর্য়াডের নবনির্বাচিত ইউপি সদস্য। তিনি ওই এলাকার এমদাদুল হকের ছেলে।বিরামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গী পশ্চিম থানায় একটি মাদকের মামলায় আমিনুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পৌর শহরের সাবেক এক ইউপি সদস্য বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া তার নামে বিরামপুরসহ বিভিন্ন থানায় ৪টি মাদকের এবং একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।