গোলাম আজম, বগুড়া:
বগুড়ায় ৬০ লিটার চোলাই মদসহ জনি মন্ডল(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জনি শাজাহানপুর উপজেলার ঘাসিরা কানুপাড়া এলাকার মৃত রুহুল আমীনের ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৯.৫ লিটার চোলাই মদসহ জনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।