স্টাফ রিপোর্টার: বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা পূর্বপাড়া গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে ব্যবসায়ী মোঃ রিমনের বাড়ি থেকে রাতের আঁধারে একটি দেড়শো সিসির পালসার মোটর সাইকেল চুরি হয়েছে যার নম্বর বগুড়া ল-১২৭৫২০। শেরপুর উত্তরাপ্লাজার মেধা কসমেটিক্সের ব্যবসায়ী মোঃ রিমন বলেন প্রতিদিনের মতোই আমি শেরপুর থেকে রাত ১০ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পরে বাড়িতে যাই ঘুমিয়ে পড়ি। এরপর রাত আনুমানিক দেড় টার দিকে ঘুম থেকে জেগে উঠে দরজা খুলে দেখি মোটরসাইকেলটি নেই। পরে তার বাবা-মাকে ডেকে তুললে মোটরসাইকেল খোজাখুজির পর না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হোন।
এব্যাপারে বগুড়ার শেরপুর থানার ডিউটি অফিসার এএসআই হারুন জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ নেয়া হয়েছে।
Address: Unterfeldstraße 25, 44369 Dortmund,Germany
Contact:USA: +1270355-3582 Germany: +4917672714681 BD:+880 1853 521 334, +8801708936801, +8801785844701.
Email: [email protected]