ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। রোববার (৩০ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার বিকেলে ছেলের সাথে মোটরসাইকেল যোগে যশোরের সাতমাইল এলাকায় মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন পিরোজপুর গ্রামের গৃহবধূ হেমেলা খাতুন।
পথে বারবাজার বাসস্ট্যান্ড পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এরপর পিছন দিক থেকে আসা গ্যাস বহনকারী একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।