আব্দুর রহিম , ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি এক অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি রূপাসহ জাহাঙ্গীর আলম নামে এক পাচারকারীকে আটক করেছে। জাহাঙ্গীর জীবননগর উপজেলার ধোপাখালী নতুনপাড়া গ্রামের আশকার আলীর ছেলে। এ সময় একই গ্রামের বাবুল মিয়ার ছেলে শাহিন আলম ও গোলাম রসুলের ছেলে জহুরুল ইসলাম নামে দুই পাচারকারী এ সময় পালিয়ে যায়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, শনিবার সকাল ৯টার দিকে জীবননগর বিওপির হাবিলদার মোঃ আমিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা জীবননগর বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীদের চ্যালেঞ্চ করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে মোঃ জাহাঙ্গীর আলম আটক হলেও বাকী দুইজন পালিয়ে যায়। পরে তর মটরসাইকেল তল্লাসী করে ১১ কেজি ৯৯৯ গ্রাম রূপার গহনা জব্দ করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় মামলা হয়েছে।
Address: Unterfeldstraße 25, 44369 Dortmund,Germany
Contact:USA: +1270355-3582 Germany: +4917672714681 BD:+880 1853 521 334, +8801708936801, +8801785844701.
Email: [email protected]