আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি :
সুস্থতার জন্য মাদককে নিরুৎসাহিত করতে মদ,ফেনন্সিডিল,গাঁজা,হেরোইন,ইয়াবা,LSD,আইচসহ তামাকজাত পন্য ব্যবহার করতে নিষেধ করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সহকারী মো:বাহাউদ্দিন।
রবিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে এগারো ঘটিটায় যুব প্রশিক্ষক কেন্দ্র,যশোর আয়োজিত মাদক দ্রব্যর কুফল সম্পর্কে জনসচেতনতা মূলক অনুষ্ঠানে প্রধান অতিথি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো:বাহাউদ্দিন এ কথা বলেন।
তিনি বলেন, ‘মহান বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে যুব সমাজকে আমাদের ভিশন হলো মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়া।আজকে যুব প্রশিক্ষক কেন্দ্র আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।’